মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলন ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় (আমীর আমীরে) ডা. শফিকুর রহমান।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আজিজুুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস।
কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মওলান বদরুউদ্দিন।
বি এম সেলিম হুসাইনের অর্থসহ কুরআন তেলোতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অমুসলিম সংগঠনের জেলা সেক্রেটারী উত্তম কুমার বিশ্বাস, ঝিনেদা জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ আতাউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান,
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, গণঅধিকারের সভাপতি বরকতুল্লাহ,
কৃষিবিদ গ্রুপের এম ডি ও ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর হাসান রাজু,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এ্যাড. আজমতউল্লাহ,
সাবেক ছাত্রনেতা মোঃ আনিচুর রহমান,
বিশিষ্ট শ্রমিক নেতা অধ্যাপক মাওলানা মোঃ মশিউর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতের তথ্য ও গবেষনা সেক্রেটারী মাওলানা কবীর হুসাইন জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম আলমগীর হোসাইন, অমুসলিম সংগঠের সেক্রেটারী প্রনয় কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম মমহম্মদপুর নুর আহমদ শালিখা আমীর অধ্যাপক আফসার উদ্দিন মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, ২৪শে গণ আন্দোলনের শহীদ মিঠু বিশ্বাসের গর্বীত পিতা মোঃ শাজাহান।