পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে মাগুরায়।
আজ বেলা ১২ টায় মাগুরা আতর আলী সড়কের বিভিন্ন মুদি দোকানসহ পুরাতন বাজারে জেলা প্রশাসন, জেলা খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার ও যৌথ বাহিনী নিয়ে গঠিত জেলা ট্যাক্সফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যাবসায়ীকে বিভিন্ন অনিয়মের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খাদ্য দ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার তাদরকিতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। এ সময় বিভিন্ন মুদি দোকান সহ মাছ- মাংসের বাজারে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।