মাগুরায় আলোচিত বোনের বাড়ি বেড়াতে এসে শিশু ধর্ষণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।আজ দুপুরে মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মামলার এজাহারে ভুক্তভোগীর বোনের স্বামী সজীব (১৮) ভাসুর রাতুল শেখ(২০) শ্বশুর হিটু শেখ (৫০) শ্বাশুড়ি জায়েদা (৪৫) কে আসামী উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে উল্লেখিত চার আসামীকে আটক করেছে পুলিশ। এজাহারে তিনি উল্লেখ করেন ৫ মার্চ রাতে তার বড় মেয়ে জামাই সজীব ও ছোট কন্যা সহ রাতে খাওয়াদাওয়া শেষে শয়ন কক্ষে ঘুমাতে যান। এক পর্যায়ে গভীর রাতে বড় মেয়ের জামাইয়ের সহযোগিতায় তার পিতা হিটু শেখ ঘরে প্রবেশ করে। ছোট্ট কন্যাকে ধর্ষণের উদ্দেশ্যে পাশের শয়ন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করতে গেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও পরবর্তীতে তাদের শয়ন কক্ষে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। রাত আনুমানিক আড়াইটার দিকে বড় মেয়ে অসুস্থ অবস্থায় শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এবং ধর্ষণের ঘটনা জানতে পারে। এসময় এই ঘটনা পরিবারকে জানাতে চাইলে মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করে সজীবসহ পরিবারের সদস্যরা এবং বিষয়টি কাউকে না বলার জন্য নিষেধ করে। পরবর্তীতে সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিবেশীদের সহায়তায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে এবং পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় অন্যান্যদের সহায়তায় ১ নং বিবাদী হিটু শেখ তার শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করিয়া হত্যার চেষ্টা করে বলে এজাহারে অভিযোগ করেন তিনি। এ ব্যপারে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, শিশু ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় ধর্ষণের পর হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। আজ দুপুরে মামলাটি গ্রহণ করা হয়। ইতিমধ্যে এজাহারে উল্লেখিত চার আসামীকে আটক করা হয়েছে।