পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে মাগুরায়
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারী সিদ্ধান্ত বাতিল সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন হয়েছে মাগুরায়। মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন ডক্টর সোসাইটির এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সকালে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মাগুরা ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার পদবী ব্যবহার করার উপর বিএমডিসির যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী এমবিবিএস, বিডিএসসহ আন্তর্জাতিক ডিগ্রিধারীরাই কেবল মাত্র ডাক্তার হিসেবে পরিচিতি পাবে। এ ব্যাতিত ডিএমএফ, ম্যাটস সহ অন্যান্য ডিগ্রীধারি কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে না পারার বিষয়ে হাইকোর্টের রিটের জরুরী ভিত্তিতে শুনানির দাবি তুলে ডাক্তারদের পদায়ন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।