দেশের আইন শৃংখলার অবনতি হওয়ায় অর্থনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে “দ্রুত নির্বাচন” এর দাবীতে মাগুরায় সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
আজ ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত সমাবেশে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন-মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদ।
মাগুরা জেলা বিএনপির আহব্বায়ক আলী আহম্মেদ এর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহব্বায়য়ক বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, এ্যাড. শাহেদ হাসান টগর, এ্যাড. মিথুন রায় চৌধুরী, আমিনুল ইসলাম খান পিকুল, আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তিতাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের চলমান আইনশৃংখলা পরিস্থিতীর অবনতি, দ্রব্যূল্যের উর্ধোগতি সহ নানা বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দাবী জানান।