বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলার আওতাধীন কলেজসমূহের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে মাগুরা শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জনাব সরকার জমির উদ্দিন সুমন এবং জনাব নূর এ আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন। মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নাজমুল হাসান লিটন ,
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ
কুতুব উদ্দিন কুতুব , মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন ,মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা যুবদলের সিনিয়ার সহ সভাপতি মোঃ শহীদুল ইসলাম রুপক ,মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবীর প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ার পারভেজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও দাবির পক্ষে সোচ্চার। নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদলের এই সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই মাগুরা জেলার শিক্ষার্থীরা ছাত্রদলের ছায়াতলে এসে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কাজ করবে।
বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জনাব সরকার জমির উদ্দিন সুমন বলেন, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে।”
এ অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুর রহিম বলেন, “আজকের সদস্য ফরম বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা মাগুরা জেলার তরুণদের জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে চাই। ছাত্রদল ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও কর্মসূচি গ্রহণ করবে।
অনুষ্ঠানের সঞ্চালক ও মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব এস. এম. আবু তাহের সবুজ বলেন, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ছাত্রদল আরও সুসংগঠিত হবে। আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের শক্তিশালী উপস্থিতি বজায় থাকুক।
অনুষ্ঠানে মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সদস্য ফরম বিতরণের মাধ্যমে ছাত্রদলে নতুন সদস্য অন্তর্ভুক্তির এই কর্মসূচি আগামী এক মাস ধরে চলবে বলে আয়োজকরা জানান।