মাগুরা-যশোর মহাসড়কের জাগলা চারাবটতলা এলাকা থেকে জেলা মটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক রফিকুল ইসলাম রুমান (৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি দেখতে পায়।
নিহত রফিকুল ইসলাম রুমন মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক পদে ছিলেন। তিনি মাগুরা পৌরসভার পারলা গ্রামের মৃত আক্কাস মন্ডলের ছেলে।
স্বজন ও প্রতিবেশীরা জানান, তিন সন্তানের জনক রুমন সম্প্রতি ভাড়ায় মোটরসাইকেল চালনার কাজ করছিলেন। সবশেষ গত রাত আনুমানিক দুইটার দিকে একটি ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে আজ ভোর রাতে ঘটনাস্থল থেকে তার মৃত্যুর খবর পান তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, ভোর রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্ররন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে বলে জানান তিনি।
শরীফ আনোয়ারুল হাসান (রবীন)